ঢালিউড

‘দেশের গোটা চলচ্চিত্র এখন সংকটময় সময় পার করছে’

বাংলার কথা বাংলার কথা

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩

ঢাকাই সিনেমার খলনায়ক মিশা সওদাগর বলেছেন, দেশের গোটা চলচ্চিত্র এখন সংকটময় সময় পার করছে। এর মধ্যে বিক্ষিপ্তভাবে কিছু ভালো চলচ্চিত্র বের হয়ে আসছে। হাতে গুনলে ১০ জন বাণিজ্যিক ছবির অভিনয়শিল্পীর নাম বলা দুষ্কর। যাদের নামে সিনেমা চলে। শিল্পী, নির্মাতা, মিউজিক ডিরেক্টরসহ যাই বলি না কেনো অপরিহার্য ১০ জনের নাম বলা কঠিন। এককথায় চলচ্চিত্রে আমাদের সংকট এখন সর্বময়।’

আজ (২২ নভেম্বর) সানী সানোয়ার পরিচালিত নতুন ছবি ‘এশা মার্ডার’ এর ঘোষণা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মিশা সওদাগর বলেন, ‘এখন নতুন কোন ছেলেমেয়েদের অভিনয়টাকে পেশা হিসেবে নিতে বলাটা অনেক কঠিন। কারণ, এই মুহূর্তে শাকিব খান, মিশা সওদাগর কিংবা চঞ্চল চৌধুরী, মোশারফ করিম, অপূর্ব, নিশো কজনই হতে পারবে? অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার পর শিল্পীর মৌলিক চাহিদা পূরণ করে সন্তানদের মানুষ করে একটি বাড়ি বা ফ্ল্যাট গাড়ি বানাতে তাকে অনেক পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয়।’

একটা সময় দেখা যায়, শিল্পীরা অভিনয় ছেড়ে বিদেশমুখী হয়ে যান। ফলে দেশের ইন্ডাট্রিও একটি সংকটের মধ্যে পড়ে। তবে বিষয়টির সমাধানেরও পথ দেখালেন এই খল অভিনেতা। মিশার মতে, ‘একটা সময় কাজ কমে যায়। যেহেতু অভিনয় পেশা হিসেবে স্বীকৃতি নেই, তাই শিল্পীরা অফিসিয়ালি পেনশন, ভাতা বা সুযোগ-সুবিধা পায় না। শেষ জীবনটা আরাম আয়েসে কাটানোর জন্য তারা ভিনদেশে চলে যায়। অভিনয় পেশাটিকে পেশা হিসেবে স্বীকৃতি দেয়া উচিত। না হলে যারা এটার সাথে জড়িত তাদের অনেক সমস্যায় পড়তে হয়। এগুলো নেই বলেই অনেক ভালো শিল্পী উন্নত ভবিষ্যতের আশায় এই পেশা ছেড়ে প্রবাসে স্থায়ী হচ্ছেন।

তিন দশকের ক্যারিয়ারে আজও সিনেমার দর্শকদের কাছে নায়কের বিপরীতে লড়তে মিশাকেই খোঁজেন দর্শক। এই অভিনেতা তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলেন, শিল্পীদের কাজ না করলে কোনো বেতন দেয়া হয় না। আমরা ব্যাংকের লোন নিতে গেলে পেশা কী জিজ্ঞেস করলে বলতে হয় অ্যাক্টর। ব্যাংক থেকে বলা হয়, এই পেশায় লোন দেয়ার জন্য কোন ক্রাইটেরিয়া খুঁজে পায় না। এছাড়া আরও অনেক ক্ষেত্রেই এদেশে শিল্পীদের পেশাটি যথাযথভাবে স্বীকৃত নয়। বর্তমানে নির্মাতা বদিউল আলম খোকনের ‘আগুন’, শাহীন সুমনের ‘কুস্তিগির’ শুটিং শেষ করেছেন মিশা। এছাড়া দেবাশীস বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, মোহাম্মাদ ইকবালের ‘রিভেঞ্জ’-‘ডেড বডি’, রায়হান খানের ‘পায়েল’, রোমানের ‘লিপস্টিক’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার’ শুটিং শুরু করেছেন এই খল অভিনেতা। সর্বশেষ তিনি যুক্ত হলেন ‘এশা মার্ডার’ সিনেমায়।