বিবিধ

বিবিসি ১০০ নারী ২০২৩: কারা আছেন এ বছরের তালিকায়?

বাংলার কথা বাংলার কথা

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩

বিবিসি ২০২৩ সালে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ও প্রেরণাদায়ী ১০০ জন নারীর তালিকা প্রকাশ করেছে। তাদের মধ্যে আছেন মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি, হলিউড তারকা আমেরিকা ফেরেরা, নারীবাদী আইকন গ্লোরিয়া স্টেইনহেম, যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, সৌন্দর্য বিষয়ক উদ্যোক্তা হুদা কাতান এবং ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার আইতানা বনমাতি।

বিশ্বজুড়ে চরম উষ্ণতা, দাবানল, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ এ বছরের আলোচিত বিষয় ছিল। এবারের তালিকায় এমন নারীদের স্থান দেয়া হয়েছে যারা তাদের নিজ নিজ কমিউনিটিতে জলবায়ু পরিবর্তন এবং এর ক্ষতিকর প্রভাবগুলি মোকাবেলায় কাজ করছেন৷ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ২৮) আগে প্রকাশিত এবারের তালিকায় স্থান পাওয়া ১০০ জনের মধ্যে ২৮ জনই জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেন।

পছন্দ অনুযায়ী বাছাই করতে ক্লিক করুন
বিবিসি ১০০ নারী ২০২৩: কারা আছেন এ বছরের তালিকায়?