১২ আগস্ট, ২০২৫

যেনো নরমাল ডেলিভারিতে আমার সন্তান পৃথিবীতে আসে : স্বাগতা

মা হতে যাচ্ছেন অভিনেত্রী-সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। বিয়ের এক বছরের মাথায় সুখবরটি দিয়েছিলেন অভিনেত্রী নিজেই। প্রথম সন্তান আগমনের খবরে দুই পরিবারের সবাই আনন্দিত বলেও তখন জানান তিনি। তবে দেশের চিকিৎসকরা তাকে সার্জারি করার পরামর্শ দিচ্ছিলেন। কিন্তু তিনি চান নরমাল ডেলিভারি। তাই থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন এই তারকা।

স্বাগতা বলেন, গেল দুই মাস ধরেই থাইল্যান্ডে আছেন তিনি। আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। যদিও আমাকে বাংলাদেশের অনেক ডাক্তার বলেছে ‘তুমি ভুল করছ’। তবুও আমি শেষদিন পর্যন্ত চেষ্টা করে যাবো যেন নরমাল ডেলিভারিতে আমার সন্তান পৃথিবীতে আসে।

তিনি বলেন, সাধারণত বাংলাদেশে ডাক্তারদের প্রবণতা হচ্ছে মায়ের গর্ভে ৪২ সপ্তাহ বাচ্চা থাকার আগে সার্জারি করে পৃথিবীতে নিয়ে আসা। যেটা আমাকেও অনেক ডাক্তার বলেছেন। কিন্ত সার্জারির পরবর্তীতে মায়েদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। সেটা ডাক্তাররা চিন্তা করেন না। তাই থাইল্যান্ডে এসেছি। এখানেও একই চেষ্টা করা হয়েছে। বাধ্য হয়ে একটা হাসপাতাল চেঞ্জ করেছি। নতুন হাসাপাতালে নতুন চিকিৎসকের পরামর্শে আমি নরমাল ডেলিভারির অপেক্ষা করছি।

২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। তার স্বামী একজন লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। হাসান আজাদ সংগীত জগতের সঙ্গেই জড়িত। একাধারে তিনি গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।