ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নির্বাচনী ঐক্য ছেড়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন ২৬৮ আসনে প্রার্থী দিয়েছে। বাকি ৩২টি আসনেও সৎ-যোগ্য ব্যক্তিদের সমর্থন দেবে।
এদিকে আসন বণ্টন নিয়ে টানাপোড়েনের পর চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে ছাড়াই ২৫৩ আসনে সমঝোতা করেছে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০ দল। এর মধ্যে তিনটি আসন একাধিক শরিকের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে তাদের নির্বাচনী ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য চেয়ার রাখা হলেও দলটির কেউ উপস্থিত ছিলেন না।
ইসলামী আন্দোলন গতকাল বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক এবং রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন বর্জন করে। তবুও দলটির জন্য পাঁচটি উন্মুক্তসহ ৪৭ আসন রাখা হয়। ইসলামী আন্দোলন আজ শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানালো।
গতকাল জানা যায়, শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন নির্বাচনী ঐক্যে না এলে ফাঁকা রাখা আসনগুলোতে জামায়াতের প্রার্থীরা নির্বাচন করবেন।