১৬ জানুয়ারি, ২০২৬

সিলেট বিভাগে ১০ আসনে জামায়াত, ৮টিতে দুই খেলাফত, ১টি উন্মুক্ত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জনপদ সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ৮টিই শরীকদের জন্য ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী। এই ৮টি আসনে লড়ছেন দুই খেলাফত মজলিসের ৮ প্রার্থী।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল বাছিত ও মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের লড়ছেন সিলেটের হবিগঞ্জ জেলার ২ ও ৪ নম্বর আসনে।

আর উন্মুক্ত রাখা হয়েছে ১টি আসন। উন্মুক্ত আসনটি হলো সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসন।

১০ দলের আসন বণ্টনে সিলেট বিভাগে এনসিপি, এলডিপি বা অন্য কোনো দল পায়নি কোনো আসন।

জামায়াতে ইসলামী সিলেট জেলার ৪টি, সুনামগঞ্জের ৩টি, মৌলভীবাজারের ২টি ও হবিগঞ্জের ১টি আসনে লড়ছে।

১০ দলের সাথে সমঝোতার যে ১০ আসনে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে জামায়াতে ইসলামী, সেগুলো হলো, সিলেট জেলার ৪টি আসন।

সিলেট-১ আসনে (সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা) জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।

সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের কিয়দংশ) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।

সিলেট-৪ আসনে (জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দলের সিলেট জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন।

সিলেট-৬ আসনে (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

মৌলভীবাজার-১ আসনে (বড়লেখা ও জুড়ী) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দলের জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ছাত্র নেতা মাওলানা আমিনুল ইসলাম।

মৌলভীবাজার-২ আসনে (কুলাউড়া) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দলের মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী।

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দলের কেন্দ্রীয় নেতা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আ্যডভোকেট শিশির মনির।

সুনামগঞ্জ-৪ আসনে (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভপুর) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সুনামগঞ্জ জেলা বারের সিনিয়র আইনজীবী আ্যডভোকেট শামসুদ্দিন আহমদ।

সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দলের জেলা শাখার নেতা ও সুপরিচিত আলেম মাওলানা আবদুস সালাম আল মাদানি।

হবিগঞ্জ-১ আসনে (নবীগঞ্জ ও বাহুবল) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দলের সিলেট মহানগর সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী।

হবিগঞ্জের বাকি তিনটি আসন ২, ৩ ও ৪ শরীকদের জন্য ছেড়ে দিয়েছে জামায়াত। এর মধ্যে দুটো আসনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল বাছিত এবং একই দলের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের ১০ দলের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

সিলেট ৫ আসনে (জকিগঞ্জ ও কানাইঘাট) ১০ দলের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন এলাকার জনপ্রিয় আলেম খেলাফত মজলিসের নেতা মাওলানা আবুল হাসান।

সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) ১০ দলের সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে লড়ছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী।

মৌলভীবাজারের ছেড়ে দেয়া ২টি আসনে দুই খেলাফত মজলিসের দুজন ১০ দলের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন বলে জানা গেছে।

Home R3