২ মে, ২০২৫

শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমামের ইন্তেকাল

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম আব্দুস সালাম গোলাপ (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শোলাকিয়া ঈদগাহ কমিটির সদস্য এনায়েত করিম অমি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১১ এপ্রিল) বাদ জোহর শোলাকিয়া ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।’