৩১ ডিসেম্বর, ২০২৫

যাঁদের হারালাম আমরা

বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৫ সাল। শুরু হতে যাচ্ছে নতুন আরেকটি বছর, ২০২৬। দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা নতুন বছরের আগমুহূর্তে পেছন ফিরে তাকালে স্পষ্ট হয়, বিদায়ী বছরটি ছিল গভীর বিষাদে মোড়ানো। রাজনীতি, শিক্ষা, সমাজ ও সংস্কৃতি অঙ্গনে বহু চেনা মুখকে হারিয়েছে জাতি। নিজ নিজ ক্ষেত্রে স্মরণীয় অবদান রেখে তাঁরা সবাই চলে গেছেন না-ফেরার দেশে।

বছরের একেবারে শেষ প্রান্তে এসে সবচেয়ে বেদনাদায়ক খবরটি আসে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হবে। পরে আনুমানিক বিকেল সাড়ে ৩টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে। এ উপলক্ষে আগামীকাল থেকে তিনদিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পাশাপাশি তাঁর জানাজার দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

চলতি মাসের ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তিনি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।

তবে বেগম খালেদা জিয়া ও শরিফ ওসমান হাদিই নন—বিদায়ী ২০২৫ সালে আরও বহু গুণী মানুষকে হারিয়েছে দেশ। তাঁদের মধ্যে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুন, খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র, প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন এবং লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর।

বছরের শুরুতেই, ৪ জানুয়ারি, না-ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই সিনেমার দাপুটে অভিনেত্রী অঞ্জনা রহমান। প্রায় তিন সপ্তাহ অসুস্থ থাকার পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ‘দস্যু বনহুর’ খ্যাত এই নায়িকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

এর পরদিন, ৫ জানুয়ারি, খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৮১ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৩ মার্চ রাতে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এর আগে কয়েক দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

২৫ মার্চ রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি, সংস্কৃতিকজন, রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

৭ সেপ্টেম্বর লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

১৩ সেপ্টেম্বর দেশের সংগীতাঙ্গন হারায় কিংবদন্তি লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন এই নন্দিত শিল্পী। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না-ফেরার দেশে। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া ফরিদা পারভীন প্রায় ৫৫ বছর ধরে সংগীতচর্চায় নিবেদিত ছিলেন।

১০ অক্টোবর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম। এর আগে ৩ অক্টোবর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকদের মতে, তাঁর মৃত্যু হয় ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’-এর কারণে।

বিষাদ, স্মৃতি আর শূন্যতা নিয়ে এভাবেই বিদায় নিচ্ছে ২০২৫—যে বছরটি দেশের ইতিহাসে থেকে যাবে বহু গুণী মানুষের চিরপ্রস্থানের বছর হিসেবে।