১ জানুয়ারি, ২০২৬

বিপিএলে সিলেটের টানা ২য় জয়

বিপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স। শামীম হোসেনের অবিশ্বাস্য ইনিংসও শেষ পর্যন্ত ঢাকাকে জেতাতে পারেনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেছে সিলেট।

ম্যাচের শেষ দিকে ঢাকার সমীকরণ ছিল কঠিন—১২ বলে প্রয়োজন ৪৫ রান, হাতে মাত্র দুই উইকেট। এই অসম লড়াইয়ে একাই দাঁড়ান শামীম হোসেন। আজমতউল্লাহ ওমরজাইয়ের ওভারে ১৮ রান নেওয়ার পর মোহাম্মদ আমিরের শেষ ওভারে তুলে নেন আরও ২০ রান। তবে তার ঝড়ো ব্যাটিং সত্ত্বেও শেষ পর্যন্ত ১৬৭ রানেই থামে ঢাকার ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স ২০ ওভারে তোলে ১৭৩ রান। ছয় নম্বরে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন আজমতউল্লাহ ওমরজাই। মাত্র ২৪ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। শেষ পাঁচ ওভারে তার ঝড়ে আসে ৭৪ রান। এছাড়া ইমন ৩২ বলে করেন ৪৪ রান। সাইম আইয়ুব করেন ২৯ রান।

ঢাকার বোলিংয়ে সবচেয়ে ব্যয়বহুল ছিলেন সালমান মির্জা ও তাসকিন আহমেদ। দুজনই ৪ ওভারে ৪৬ রান করে খরচ করেন, সালমান নেন ২ উইকেট আর তাসকিন পান ১টি।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। ৮ ওভারের মধ্যে ৪৩ রানে হারায় ৫ উইকেট। এরপর ষষ্ঠ উইকেটে শামীম হোসেন ও সাব্বির রহমান ৩১ বলে ৪৬ রানের জুটি গড়লেও চাপ সামলাতে পারেননি ঢাকা। ১৯ বলে ২৩ রান করে ফিরে যান সাব্বির।

শেষ পর্যন্ত একাই লড়াই চালিয়ে যান শামীম হোসেন। ছয় নম্বরে নেমে ৯টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে অপরাজিত ৮১ রান করেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩৩ ম্যাচে এটিই বাঁহাতি এই ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। একই সঙ্গে এই ফরম্যাটে পূর্ণ করেন ২ হাজার রান।

সিলেটের জয়ের আরেক নায়ক ওমরজাই বল হাতেও ছিলেন কার্যকর। ৪ ওভারে ৪০ রান দিয়ে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

দুই দিন বিরতির পর এই ম্যাচ দিয়েই আবার শুরু হয় বিপিএল। খেলা শুরুর আগে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল ও মাঠে উপস্থিত দর্শকরা।

তিন ম্যাচে এটি সিলেট টাইটান্সের দ্বিতীয় জয়। অন্যদিকে দুই ম্যাচ খেলার পর এটি ঢাকা ক্যাপিটালসের প্রথম পরাজয়।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট টাইটান্স: ২০ ওভারে ১৭৩/৫
ঢাকা ক্যাপিটালস: ২০ ওভারে ১৬৭/৮

ফল: সিলেট টাইটান্স ৬ রানে জয়ী

ম্যাসচেসার: আজমতউল্লাহ ওমরজাই

Home R3