৩০ জানুয়ারি, ২০২৬

বগুড়ায় তারেক রহমানকে গান শোনাল প্রতিবন্ধী শিশুরা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার নাজ গার্ডেনের বল রুমে বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন। এ সময় তারেক রহমানকে নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য উপহার দেয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরেরা। এ ছাড়া তারা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি গেয়ে শোনায়।

তারেক রহমান বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই ভাই বোন। তারা আমাদের সমাজ ও পরিবারের অংশ। তাদের মধ্যে অনেক প্রতিভা আছে, যা আমাদের অনেকের মধ্যে নেই। তাই, আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমান বলেন, প্রতিবন্ধীদেরকেও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে। আজকের শিশুরা আগামী দিনে দেশ গড়ার মহান সৈনিক হবে। তাদের নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে।

অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমানের পক্ষ থেকে ২০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

জানা যায়, তারেক রহমান শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন। বিকেল সাড়ে ৩টায় রংপুর শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং রংপুরে জনসভা শেষে রাতে বগুড়ায় ফিরবেন। বগুড়ায় রাত্রিযাপন শেষে ৩১ জানুয়ারি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেবেন।
সিরাজগঞ্জে যাওয়ার আগে বগুড়ায় তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করবেন। সিরাজগঞ্জ শিল্প পার্কে দুপুর ২টায় জনসভায় যোগ দেবেন। ওইদিন বিকেল ৪টায় টাঙ্গাইলের জনসভায় বক্তব্য শেষে রাত ৮টায় ঢাকায় গুলশান বাসভবনে পৌঁছাবেন।