২৯ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন মনীর কাসেমী

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা থানা, আলীরটেক ও গোগনগর ইউনিয়ন) আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীর পক্ষে বিএনপির ফতুল্লা থানার সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানসহ জেলা বিএনপি ও জোটের অন্যান্য নেতৃবৃন্দ মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তারা। এ সময় তাঁদের সঙ্গে জমিয়ত ও জোটের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তাঁকে আসনের একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।