শীতে ঠোঁটের যত্নে অনেকেই পেট্রোলিয়াম জেলি, ভ্যাসলিন ব্যবহার করেন। এগুলো ব্যবহারের পরও অনেকের ঠোঁটে কোমল ভাব আসে না। সেক্ষেত্রে তারা লিপ অয়েল ব্যবহার করতে পারেন। কিন্তু বাজারে যেসব লিপ অয়েল পাওয়া যায়, সেগুলোর দাম বেশি। তাই ঘরে থাকা নারকেল তেল দিয়ে ঠোঁটের যত্ন নিন। ভালো উপকার পেতে নারকেল তেলের সঙ্গে কিছু প্রাকৃতিক ও ঘরোয়া উপাদান মেশাতে হবে।
ভিটামিন ই ও নারকেল তেল
শীতকালে নারকেল তেল দিয়ে ঠোঁট মালিশ করা যেতে পারে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে ভিটামিন ই অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাখলে উপকার পাবেন। এছাড়া, ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাখলেও ভালো ফল পাবেন।
নারকেল তেল ও অ্যালোভেরা জেল
১ চামচ অ্যালোভেরা জেল ও ২ চামচ নারকেল তেল মিশিয়ে কয়েক ঘন্টা ফ্রিজে রাখুন। এটি ন্যাচারাল লিপবাম। এটি ব্যবহার করলে ঠোঁট ফাটবে না। এমনকি, ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যাবে।
শিয়া বাটার ও নারকেল তেল
শিয়া বাটার ও নারকেল তেল ঠোঁটসহ তার আশেপাশের চামড়ার যত্ন নিতে কার্যকর। এক চামচ শিয়া বাটারের সঙ্গে এক চামচ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে গরম করে মিশ্রণটি গলিয়ে নিতে হবে। এই মিশ্রণটি ঠোঁটে মাখুন। দ্রুতই শুষ্ক ঠোঁটে কোমলতা ফিরবে।