শনিবার রাতে শাহবাগে শহীদ ওসমান হাদি চত্ত্বরে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে এসে তিনি এ কথা জানান।
রিজওয়ানা হাসান বলেন, হাদি হত্যাকাণ্ডের পিছনে যারা ছিল, সকলকে শনাক্ত করে বিচারের মুখোমুখি করার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা একটা শত্রু পক্ষের মুখোমুখি দাড়িয়ে কাজটা করছি। সুতরাং যে তথ্যগুলো আমরা বলবো সেগুলো যেন শত্রুকে কোনোভাবেই শক্তিশালী না করে।
রিজওয়ানা বলেন, ‘এই কথা আমাদের শহীদ ওসমান হাদিও বলতেন যে, আমরা যেন এমন কোনো কাজ না কনি , যা শত্রুপক্ষকে শক্তিশালী না করে ফেলে।’