৭ জানুয়ারি, ২০২৬

ইসিতে আপিল করেছেন তাসনিম জারা

বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন ঢাকা–৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

 

গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে নির্বাচন কমিশনে আপিল জমা দিতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসেন তিনি।

 

আপিল জমা দেওয়ার পর তাসনিম জারা বলেন, ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

 

তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের তালিকা শতভাগ সঠিকভাবেই জমা দেওয়া হয়েছে। তবে ভোটার তালিকা সংগ্রহের সময় নির্বাচন কমিশনের ওয়েবসাইট কার্যকর না থাকায় তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। যেসব স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট ভোটারদের জাতীয় পরিচয়পত্রে ঢাকা–৯ আসনের উল্লেখ রয়েছে বলেও জানান তিনি।

 

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে আজ সোমবার থেকে, যা চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।

 

এ উদ্দেশ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী বা তাদের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরা আপিল করতে পারবেন।