২৩ জানুয়ারি, ২০২৬

সিলেটের ৬ আসনে লড়াইয়ে ৯ আলেম : নজরে দাঁড়িপাল্লা ও দেওয়াল ঘড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থী নিজ নিজ প্রতীক বোঝে পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার থেকে প্রচারণাও শুরু করেছেন।

গত বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মো: সারওয়ার আলম।

সিলেটের ৬টি আসনের ৩৩জন প্রার্থীর মধ্যে ‘আলেম’ প্রার্থী রয়েছেন ৯ জন। তন্মধ্যে সিলেট-১, ২ ও ৩ আসনে ২ জন করে, সিলেট-৪ আসনে ১ জন, সিলেট-৫ আসনে ২ জন ও সিলেট-৬ আসনে ১ জন আলেম প্রার্থী রয়েছেন।

সিলেট-১ : মহানগর ও সদর
মর্যাদাপূর্ণ এই আসনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান (দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মনোনীত হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি (হাতপাখা)।

দীর্ঘদিন পর ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীকের ফিরে আসা সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এই আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী আকমল হোসেন (ট্রাক), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণব জ্যোতি পাল (মই), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া (আপেল) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর সঞ্জয় কান্ত দাস (কাঁচি প্রতীকে লড়বেন।

এই আসনে মোট ভোটার ছয় লাখ ৭৪ হাজার ১৭১জন। এরমধ্যে পুরুষ ভোটার তিন লাখ ৪৯ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার তিন লাখ ২৪ হাজার ৬৩৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন।

সিলেট-২ : (বিশ্বনাথ ও ওসমানীনগর)
সিলেট-২ আসনে ইসলামি দলের দুজন প্রার্থী হলেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও ১০ দলীয় নির্বাচনি ঐক্যের মুহাম্মদ মুনতাসির আলী (দেওয়াল ঘড়ি) এবং ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আমির উদ্দিন (হাতপাখা)।

তবে এই আসনে মুনতাসির আলীর সাথে মূল লড়াই হবে ‘গুম হওয়া’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার সঙ্গে। তিনি বিএনপি জোটের একক প্রার্থী হিসেবে (ধানের শীষ) এই আসনে লড়াই করবেন।

এছাড়া জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) ও গণফোরামের মো: মুজিবুল হক (উদীয়মান সূর্য)।
প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনের মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১২ ও নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ১৮৭ জন।

সিলেট-৩ : দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে দুজন আলেম প্রার্থী হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা উপদেষ্টা এবং ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মাওলানা নুরউদ্দিন গহরপুরী (রহ.)-এর ছেলে মাওলানা মুসলেহুদ্দিন রাজু (রিকশা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী (হাতপাখা) মাঠে আছেন।

তবে এই আসনেও মূল লড়াই হবে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মুসলেহুদ্দিন রাজুর সাথে বিএনপির প্রার্থী এম এ মালিক ধানের শীষ প্রতীকে।

এছাড় প্রার্থী হিসেবে আরও রয়েছেন জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী (ফুটবল) ও মইনুল বকর (কম্পিউটার)।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ২৯ হাজার ৭৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৩৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৫১৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

সিলেট-৪ : গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর
সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মাওলানা সাইদ আহমদ। তিনি হাতপাখা প্রকীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তবে এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির আরিফুল হক চৌধুরী (ধানের শীষ) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় নির্বাচনি ঐক্যের মো: জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা)।

এছাড়া গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক) ও জাতীয় পার্টির মোহাম্মদ মজিবুর রহমান (লাঙ্গল) প্রতীকে লড়াই করবেন।

কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ২ হাজার ৬৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬১ হাজার ৬২ জন এবং নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ৫৮৯ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

সিলেট-৫ : কানাইঘাট, জকিগঞ্জ
সিলেট-৫ (কানাইঘাট, জকিগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসানবি দেওয়াল ঘড়ি প্রকীকে, বিএনপি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক খেজুর গাছ প্রতীকে লড়াই করবেন।

এই আসনটিই দেশের একমাত্র আসন, যেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুজন আলেমের মধ্যে। তবে মাঠ জরিপে এগিয়ে আসেন দেওয়াল ঘড়ি প্রতীকের মুফতি আবুল হাসান।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে (বিএনপির বিদ্রোহী) জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মামুনুর রশিদ (ফুটবল) ও বাংলাদেশ মুসলিম লীগের মো: বিল্লাল উদ্দিন (হারিকেন)।

কানাইঘাট ও জকিগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ৯৫৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৬৬৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ২৮৯ জন।

সিলেট-৬ : বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ
বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৬ আসন। এই আসনে লড়াই হবে ত্রিমুখী। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা) এবং জমিয়তে উলামায়ে ইসলামের নেতা হাফেজ মাওলানা ফখরুল ইসলাম স্বতন্ত্র হিসেবে (হেলিকপ্টার) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া গণঅধিকার পরিষদের জহিদুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির মোহাম্মদ আবদুন নূর (লাঙ্গল) প্রতীকে লড়াই করবেন।

সিলেট-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৯ হাজার ৪৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ২০৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ২৪১ জন।

Home R3