১২ জানুয়ারি, ২০২৬

আসন বণ্টন নিয়ে সিলেটে জামায়াত-খেলাফত মুখোমুখি

সিলেটের ছয়টি সংসদীয় আসন ঘিরে ১১ দলীয় জোটে সবচেয়ে বড় টানাপড়েন তৈরি হয়েছে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের মধ্যে। উভয় দলই একাধিক আসনে নিজেদের প্রার্থী ধরে রেখে অনড় অবস্থান নিয়েছে, ফলে জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠেছে।

 

জামায়াতে ইসলামী সিলেটের ছয়টির মধ্যে পাঁচটি আসনে নিজেদের প্রার্থী রাখার সিদ্ধান্তে অনড়। দলটির দাবি, আসনভিত্তিক জরিপে তাদের প্রার্থীরাই এগিয়ে থাকায় ছাড় দেওয়ার সুযোগ নেই।

 

অন্যদিকে, ১১ দলীয় জোটে টানাপড়েনের মধ্যে খেলাফত মজলিস একাধিক আসনে নিজেদের শক্ত অবস্থান বজায় রেখেছে। দলটির নেতারা জানিয়েছেন, সিলেটে তারা অন্তত তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর জোটগতভাবে সমাধান না হলে সিলেটের ৫টি আসনেই এককভাবে নির্বাচনে করবে দলটি।

 

খেলাফত মজলিস ইতোমধ্যে সিলেট-২ আসনে তাদের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. মুনতাসির আলীকে চূড়ান্ত করেছে। তবে দলটির মূল আগ্রহ ও জোরালো দাবি সিলেট-৫ আসন ঘিরে। এ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসানকে সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখছেন নেতারা।

 

খেলাফত মজলিসের দাবি, জনপ্রিয়তা ও প্রচারণায় সিলেট-৫ আসনে মুফতি আবুল হাসান স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন। জকিগঞ্জ উপজেলার প্রার্থী হওয়ায় ওই এলাকার ভোটে তিনি বাড়তি সুবিধা পাবেন বলেও মনে করছেন তারা। অন্যদিকে জামায়াত প্রার্থী ভোটের মাঠে ততটা শক্ত অবস্থানে নেই বলে মন্তব্য দলটির নেতাদের।

 

এ বিষয়ে সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ বলেন, ‘সিলেট-৫ আসন নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। এ আসন না পেলে বিকল্প সিদ্ধান্তে যেতে হবে। প্রয়োজনে দলীয় প্রতীকেই নির্বাচন করব।’

 

এদিকে সিলেট-৩ আসন নিয়েও খেলাফত মজলিস শক্ত অবস্থানে রয়েছে। এ আসনে দলটির জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইন শক্ত প্রতিদ্বন্দ্বী। তবে জোটগতভাবে আসন বণ্টন হলে মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস আসনটি পেতে চায়। এই আসনে প্রার্থী হিসেবে ইতিমধ্যে আলোচনায় আছেন আল্লামা নুর উদ্দিন গহরপুরীর (রহ.) সন্তান মাওলানা মুসলেহ উদ্দিন রাজু।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেটে জামায়াত ও খেলাফত মজলিসের এই মুখোমুখি অবস্থান ১১ দলীয় জোটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। শেষ মুহূর্তে সমঝোতা না হলে সিলেটে একাধিক আসনে জোট ভেঙে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।

Home R3