আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (বালাগঞ্জ-দক্ষিণ সুরমা-ফেনীগঞ্জ) আসনে খেলাফত মজলিসের প্রার্থী দিলওয়ার হোসাইনের বার্ষিক আয় ১৬ লাখ টাকা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা হলফনামা অনুযায়ী, তিনি একজন কোটিপতি প্রার্থী। তার মোট সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকা হলেও হলফনামায় তার বিশাল অংকের ঋণও রয়েছে।
আয় ও পেশা
শিক্ষাগত যোগ্যতায় ‘তাকমিল ফিল হাদিস’ ডিগ্রিধারী দিলওয়ার হোসাইন পেশায় একজন ব্যবসায়ী ও চাকরিজীবী। তার বার্ষিক মোট আয় ১৬ লাখ ৯৩ হাজার ৬২২ টাকা। এই আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে ব্যবসা থেকে আসে ৭ লাখ ৩৯ হাজার ৩৫২ টাকা এবং চাকরি থেকে ৬ লাখ ৬৩ হাজার ৬৩৬ টাকা। এছাড়া বাড়ি ভাড়া থেকে এক লাখ ৪৬ হাজার টাকা এবং কৃষি খাত থেকে প্রায় ৬৪ হাজার টাকা আয় করেন তিনি। তার স্ত্রীর কোনো আয় নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
দিলওয়ার হোসাইনের অস্থাবর সম্পদের মোট আর্থিক মূল্য এক কোটি ৫৬ লাখ ৪৮ হাজার ৯৯২ টাকা। এর মধ্যে সঞ্চয়পত্রে ৭৫ লাখ টাকা, বন্ড ও শেয়ারে ৩৬ লাখ টাকা এবং ব্যাংকে ৩২ লাখ ৬ হাজার ৩০ টাকা জমা রয়েছে। এ ছাড়া তার ১০ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের একটি প্রাডো জিপ গাড়ি এবং ১০ ভরি স্বর্ণালংকার রয়েছে।
স্থাবর সম্পদের ক্ষেত্রে প্রার্থীর নামে তিনটি অ্যাপার্টমেন্ট রয়েছে যার মূল্য ৯১ লাখ ৪১ হাজার ৮০০ টাকা। এছাড়া তার ৯২ দশমিক ৬৫ শতক কৃষি জমি ও পাঁচ দশমিক ৬০ শতক অকৃষি জমি রয়েছে। সব মিলিয়ে তার স্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্য এক কোটি ৫০ লাখ টাকা। স্ত্রীর নামে তিন শতক জমি ও এক লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে।
হলফনামায় দিলওয়ার হোসাইন ১ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার টাকার বেশি ঋণের তথ্য দিয়েছেন। এর মধ্যে ব্যক্তিগত ঋণ এক কোটি তিন লাখ ২৯ হাজার ৩৭১ টাকা এবং ব্যাংক ঋণ ৬১ লাখ ২৯ হাজার ৩১ টাকা। এছাড়া ক্রেডিট কার্ডে তার প্রায় ২ লাখ টাকা দায় রয়েছে। আইনি জটিলতা নিয়ে তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে নাশকতার একটি মামলা থাকলেও বর্তমানে তিনি সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।