Home » Slide » জামালপুরে মুজিব শতবর্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা

জামালপুরে মুজিব শতবর্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা


শফিকুল ইসলাম শফিক, স্টাফ করসপনডেন্ট
জামালপুর ডায়াবেটিস সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নতুন রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার সকালে দয়াময়ী মোড় সংলগ্ন ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন কর্তৃপক্ষ। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলাম, সহ-সম্পাদক সাযযাদ আনসারী, কোষাধ্যক্ষ দেবব্রত নাগ মধু, ডাঃ শামছুল হক, নজরুল ইসলাম, এসএম আব্দুস সাত্তার, পুষ্টিবিদ জাহিদা সুলতানা প্রমুখ। সভায় আলোচকগণ ঘাতক ব্যাধি ডায়াবেটিস ও করোনা ভাইরাসের মত মহামারী রোগ থেকে রক্ষার বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করেন। নিরব ঘাতক ব্যাধি ডায়াবেটিস রোগেকে নিয়ন্ত্রনে রাখতে প্রত্যেকের জীবন যাপন, খাদ্যাভ্যাস ডায়াবেটিস রোগ প্রতিরোধের অনুকুলে রাখা, নিয়মিত ব্যায়াম করা, হাটাচলার অভ্যাস গড়ার বিষয়ে পরামর্শ প্রদান করেন। মুজিবশতবর্ষ উপলক্ষে ২শ জন নতুন রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস রোগ পরীক্ষা করা হয়।