Home » Slide » মাদারগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন

মাদারগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন


হুমায়ুন কবির, স্টাফ করসপনডেন্ট, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। ১৭ মার্চ উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ছোট আকারে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।


কর্মসূচির মধ্যে ছিল সূর্য্যদয়ের সাথে সাথে ৩১ (একত্রিশ) বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: সামীউল আলম পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম পাশা প্রমুখ। পরে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও কেক বিতরণ করা হয়।