Home » Slide » জামালপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

জামালপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত


স্টাফ করসপনডেন্ট
নানা আয়োজনে জামালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আমাদের জানতে হবে এবং তার নীতি আদর্শে জীবন গড়ে তুলতে হবে। এছাড়া জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করেছে।