Home » Slide » জামালপুরে সংশপ্তক ও এ সাউন্ড হার্ট’র এক যুগে পদার্পণ

জামালপুরে সংশপ্তক ও এ সাউন্ড হার্ট’র এক যুগে পদার্পণ


শফিকুল ইসলাম, স্টাফ করসপনডেন্ট
জামালপুরে অরাজনৈতিক, সাংস্কৃতিক ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সংশপ্তক ও A SOUND HEART এর এক যুগ পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার ১৪ ফেব্রুয়ারী সকালে সূর্যদোয়ের সাথে সাথে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সংগঠনটি দুটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে মুসলিমাবাদে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণ:রায় সংগঠনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে সন্ধ্যায় কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনটির আহ্বায়ক শাহ কামালের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জালাল আহাম্মেদ হৃদয়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের বর্তমানে অন্যতম সদস্য, এফবিসিসিআই’র সহ-সভাপতি ও জেসিসিআইয়ের সভাপতি মো. রেজাউল করিম রেজনু সিআইপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা পরিষদের সদস্য নাঈম রহমান ও পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু প্রমুখ। অনুষ্ঠানে জামালপুর শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, সাধারণ সম্পাদক পারুল আনোয়ার, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, কুস্তিগীর হাফিজুর রহমান হাফিজ ও শাহীনুর খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, অরাজনৈতিক, সাংস্কৃতিক ও সমাজ উন্নয়নমূলক এই সংগঠনটি সৃষ্টি হওয়ার পর থেকেই শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা ও খেলধুলার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছে যা সমাজ ব্যবস্থাকে ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে। আলোচনা শেষে ক্রেস্ট বিতরণ, জেএসসি-পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ প্রদান, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।