Home » Slide » ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন


নাঈম আলমগীর, স্টাফ করসপনডেন্ট
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের জামালপুরে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ।


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের সভপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। এছাড়াও সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক সাযযাদ আনসারী, মোস্তফা মনজু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগ আগামী ১৫ ফেব্রুয়ারী শনিবার দুপুরে শহরের জিলা স্কুল মাঠে একটি জনসভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাছাড়া ১৪ জন কেন্দ্রীয় নেতা ও কয়েকজন মন্ত্রী জনসভায় অংশ নেবেন। জনসভার সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি কর্মসূচী সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ছাড়াও জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।