Home » Slide » মাদারগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাদারগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


নাঈম আলমগীর, স্টাফ করসপনডেন্ট
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদারগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে বাংলাদেশের ৭টি জেলা ও ২৩ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে এ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদারগঞ্জ উপজেলা সহ বাংলাদেশের ৭টি জেলা ও ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন ছাড়াও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেন।
উল্লেখ্য, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্য অনুসারে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১৪৭টি গ্রামে মোট ৫৩ হাজার ৪শ ৪২টি পরিবারকে বিদ্যুতায়নের আওতায় এনে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে।