Home » Slide » জমালপুরে একদিনের রেকর্ড করোন শনাক্ত রোগী  ৪০ জন  আইসোলেশন থেকে সুস্থ্য হয়ে বাড়ী ফিরলেন

জমালপুরে একদিনের রেকর্ড করোন শনাক্ত রোগী  ৪০ জন  আইসোলেশন থেকে সুস্থ্য হয়ে বাড়ী ফিরলেন

 

জামালপুরে করোনা ভাইরাসের সংক্রামণ থেকে সুস্থ্য হয়ে উঠায় ৬ চিকিৎসক ও ৩ নার্স সহ ৪০ জনকে শুক্রবার বিকেলে ছাড়পত্র দিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

জামালপুর জেনারেল হাসপাতালের  সহকারী পরিচালক মাহফুজুর রহমান সুহান জানান, ৬জন চিকিৎসক ও  তিন জন নার্স ও ৪ জন হাসপাতালের স্টাফ সহ  ৬জন আক্রান্ত নারীকে নিয়ে  মোট ৪০ জনের নমুনা পরীক্ষার    ২য় দফার রিপোর্ট  নেগেটিভ আসায় তাদেরকে আইসেলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সুস্থ হয়ে উঠা ৪০ জনের মধ্যে হোম আইলেশনে ছিলেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মধ্যে সদর উপজেলার ১৭, মেলান্দহের ৩, মাদারগঞ্জের ৯, ইসলামপুরের ১, দেওয়ানগঞ্জের ২, বকশীগঞ্জের ২ এবং সরিষাবাড়ির ৬ জন। এর আগে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন থেকে দুই দফায় ৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেন। জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা জয় করে ফেরাদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান । এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামালপুর ৩ আসনের সংসদ সদস্য সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

জেলায় এখন পর্যন্ত করোয় আক্রান্ত হয়েছেন ১০৩ জন। এদের মধ্যে মৃত্যুর পর ২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন।