Home » Slide » জামালপুরে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে জনগণ মানছে না সরকারী কোন নিষেধাজ্ঞা

জামালপুরে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে জনগণ মানছে না সরকারী কোন নিষেধাজ্ঞা

শাহীন আলম, স্টাফ করসপনডেন্ট

সারা দেশের ন্যায় জামালপুরে সদর, মেলান্দহ, মাদারগঞ্জ উপজেলায় নভেল করোনা ভাইরাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে নানা নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না সাধারণ জনগণ সহ ব্যবসায়ীরা।

সরকারী ও বেসরকারী ছুটির কারণে কর্মজীবি সকল লোকজন ঢাকা থেকে এসে ভিড় জমিয়েছে গ্রামে। লম্বা এ ছুটিকে কাজে লাগাতে ব্যস্ত এসব লোকজন। গ্রামের বাজারে বাজারে, মোড়ে মোড়ে, চা ও কাপড়ের দোকানে চলছে ঈদ উৎসব। বাজারে আগের চেয়েও ভিড় জমছে এখন তবে জামালপুর সদর, মেলান্দহ, মাদারগঞ্জ উপজেলা প্রশাসন এসব জানলেও পৌর শহর ব্যাতিত বাহিরের ক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহন করছেন না তারা। এ অবস্থায় সাধারণ জনগণ কতটুকু নিরাপদ তাই নিয়ে প্রশ্ন সুধীজনদের মনে।