Home » Slide » ইসলামপুর সরকারী কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

ইসলামপুর সরকারী কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত


লিয়াকত হোসাইন লায়ন, স্টাফ করসপনডেন্ট, ইসলামপুর
জামালপুরের ইসলামপুর সরকারী কলেজে আলোচন সভা, কেকটাকা ও দোয়া মহফিলের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজ হলরুমে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, অধ্যক্ষ সুলতান সালাউদ্দিন, উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা তাহের আলী প্রমূখ বক্তব্য রাখেন। এ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে কেক কাটা হয়।