৫ জানুয়ারি, ২০২৬

আলেমসমাজকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আলেম উলামাদের উদ্দেশ্য করে বলেন, ইমাম, মুয়াজ্জিন ও খতিবেরা আগে রাষ্ট্র থেকে স্বীকৃত কোন ভাতা পেতেন না বা স্বীকৃতি পেতেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এই প্রথম দেশের আলেমসমাজকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার ঘোষণা দিয়েছে। তাদেরকে একটা ভাতা দেয়া হবে, সেই ভাতার পরিমাণ যাই হোক, রাষ্ট্রীয় তহবিল থেকে তাদের জন্য একটা ভাতা আসবে। সেই সাথে অন্যান্য ধর্মাবলম্বীর উপাসনালয়ে যারা কাজ করেন তাদেরকেও এইরকম ভাতা দেয়া হবে।

 

শনিবার চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের স্থানীয় আলেম ওলামাদের মতবিনিময় সভায় যোগ দিয়ে সালাহউদ্দিন আহমদ উপরোক্ত মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ আরো বলেন, যারা আলেম উলামাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য, কোন পরিকল্পনা না দিয়ে শুধু শুধু ইসলামের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করা শুরু করেছে সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে।

 

ইমাম মুয়াজ্জিন খতিব ও আলেম উলামাদের মতবিনিময় সভা মুফতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম আব্দুল মান্নান, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিনসহ স্থানীয় মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খতিবগণ বক্তব্য রাখেন।

 

এছাড়া তিনি শনিবার বিকেলে ফাঁসিয়াখালী ছড়ারকুল এলাকায় জুলাই যোদ্ধা শহীদ আহছান হাবিবের কবর জেয়ারত করেন। কবর জেয়ারত শেষে তিনি ছড়ারকুল মাদ্রাসা রহমানিয়া হেফজখানা ও এতিম খানার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। গত শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ার পর শনিবার সকালে তিনি পেকুয়ায় একটি বেসরকারি বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করে চকরিয়ায় কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন।

 

জনসংযোগকালে সালাহউদ্দিন আহমদ সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার অনুরোধ জানান।

Home R3