Home » জাতীয় » শেরপুরে নয় দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু

শেরপুরে নয় দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু

শেরপুর প্রতিনিধি
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে নয় দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বিকালে ডিসি উদ্যানে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার নুরুল ইসলাম হিরুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারের মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও পুস্তক বিক্রেতা সমিতির সদস্যভুক্ত লাইব্রেরীসহ ৩২টি স্টল রয়েছে। মেলায় শেরপুরের স্থানীয় সাহিত্য সংগঠন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ১২টি বইসহ প্রায় অর্ধশতাধিক কবি-লেখকের নতুন বই এসেছে। জেলা প্রশাসক আনারকলি মাহবুব এসব বইয়ের মোড়ক উন্মোচন করেন। উদ্বোধনের পর থেকেই সব বয়সী পাঠকদের ভিড় লক্ষ্য করা গেছে মেলা প্রাঙ্গনে।