আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে খেলাফত মজলিসের কেন্দ্রয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক এ ঘোষণা দেন।
এই আসনে ৯ প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর দুইজনের মনোনয়ন বাতিল ও একজনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়।
যাচাই বাছাই শেষে মনোনয়নপত্র যাদের বৈধ বলে ঘোষণা দেওয়া হয়, তাদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামি আন্দোলন মাওলানা আমির উদ্দিন, গণফোরাম প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মুজিবুল হক সহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এ সময় দাখিল করা মনোনয়ন পত্রে অসংগতি থাকায় স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াস ও আব্দুস শহীদ মনোনয়ন বাতিল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
অন্যদিকে গণঅধিকার পরিষদের প্রার্থী জামান আহমদ সিদ্দিকী বাছাই প্রক্রিয়ায় উপস্থিত না থাকায় প্রার্থীতা স্থগিত রাখা হয়। তবে বাতিল ও স্থগিত হওয়া এসব প্রার্থীগণ ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।