আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং সংগঠনের পরবর্তী কর্মপন্থা নির্ধারণে জরুরি অধিবেশনে বসেছে খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা।
আজ বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে এই অধিবেশনটি অনুষ্ঠিত হচ্ছে।
খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের সঞ্চালনায় অধিবেশনে সারা দেশ থেকে আগত কেন্দ্রীয় শুরার সদস্যবৃন্দ এবং সংগঠনের মনোনীত ৭৪ জন সংসদ সদস্য পদপ্রার্থী উপস্থিত রয়েছেন।
অধিবেশনে মূলত বর্তমান রাজনৈতিক সংকট, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং দলীয় প্রার্থীদের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিশেষ করে আগামী নির্বাচনে খেলাফত মজলিসের ভূমিকা কী হবে, তা নিয়ে জেলা পর্যায়ের দায়িত্বশীল ও প্রার্থীরা নিজ নিজ মতামত তুলে ধরেন।
উপস্থিত নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমান প্রেক্ষাপটে দেশের বৃহত্তর কল্যাণে একটি যৌক্তিক ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যেই এই জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।