Home » Slide » টিকটকে তরুণের নাচ দেখে মুগ্ধ হৃত্তিক, সিনেমায় ডাকলেন রেমো ডিসুজা!

টিকটকে তরুণের নাচ দেখে মুগ্ধ হৃত্তিক, সিনেমায় ডাকলেন রেমো ডিসুজা!

নিউজ ডেক্স:সম্প্রতি টিকটকে যুবরাজ সিং নামে এক ড্যান্সারের নাচ ভাইরাল হয়েছে। যার নাচে মেতেছেন সাধারণ মানুষসহ তারকারাও। এই টিকটক তারকার নাচ দেখে মুগ্ধ হয়ে অভিনেতা হৃতিক রোশন মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, আমার দেখা সেরা ‘স্মুথ ওয়াকার’। কে এই ব্যক্তি?

অন্যদিকে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজা তার পরবর্তী সিনেমায় তাকে প্রস্তাব দিয়ে লিখেছেন, ভাইয়া পরবর্তী সিনেমা।

এছাড়া বলিউডের ‘বিগ বি’খ্যাত তারকা অমিতাভ বচ্চন, অভিনেতা অনুপম খের, সুনীল শেঠি, অভিনেত্রী রাভিনা ট্যান্ডনসহ অনেকেই যুবরাজ সিংয়ের প্রশংসা করছেন। এই টিকটকই বদলে যেতে পারে যু্বরাজের জীবন। সত্যিই রেমো ডিসুজার সিনেমায় তার দেখা মিলবে কী না সেটাই এখন দেখার বিষয়।