রাজনীতির উত্তপ্ত বাতাস এবার ক্রিকেটের গায়ে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকিতে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। এমন পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারত সফর ‘ঝুঁকিপূর্ণ’ মনে করছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই শঙ্কার কথা জানান তিনি। একইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সরকারকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই গোলরক্ষক।
নিরাপত্তা নিয়ে শঙ্কা আমিনুল হক বলেন, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মুস্তাফিজ ইস্যুতে যা হলো, এরপর আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে বড় একটা শঙ্কার জায়গা থেকে যাবে। সেই শঙ্কা কীভাবে কাটানো যায়, তা নিয়ে বিসিবি এবং সরকারের দায়িত্বশীলদের দ্রুত কাজ করতে হবে। বিষয়টির সুষ্ঠু সুরাহা হওয়া প্রয়োজন।’
আমিনুল আরও বলেন, ‘আইপিএল না খেললে হয়তো মুস্তাফিজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু দেশ তাকে যে সম্মান দেয়, তাতে কোনো ঘাটতি হবে না। সে আগেও আইপিএল মাতিয়ে এসেছে। হঠাৎ করে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে যাদের ষড়যন্ত্রে তাকে বাদ দেওয়া হলো, বিসিবির উচিত এর সঠিক তদন্ত করা।’