বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি এবং হাটহাজারী মাদরাসার ফাযিল বিশিষ্ট আলেম মুফতি মাওলানা হুজায়ফা আল-হেজাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ২০০৭-০৮ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। অত্যন্ত মেধাবী এই তরুণ আলেম ও রাজনীতিকের আকস্মিক মৃত্যুতে সারাদেশে ছাত্র মজলিসের বর্তমান ও প্রাক্তন জনশক্তি এবং আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মুফতি হুজায়ফা আল-হেজাজী ছিলেন মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ফাযিল ও একজন দক্ষ মুফতি। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং অত্যন্ত দক্ষতার সাথে কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন।
তিনি দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ও শয্যাশায়ী ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়।
গতকাল (৮ জানুয়ারি) বৃহস্পতিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বিলাল আহমদ চৌধুরী। শোকবার্তায় তিনি বলেন, মুফতি হুজায়ফা আল-হেজাজী ছিলেন একজন দ্বীনদার, আদর্শবান এবং দক্ষ সংগঠক। দ্বীনের প্রসারে এবং ছাত্র সমাজকে সঠিক পথের দিশা দিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনাও জানান।