৩০ জানুয়ারি, ২০২৬

দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নে দিনভর গণসংযোগ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসানের দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নে দিনভর গণসংযোগ ও উঠান বৈঠক সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দেওয়াল ঘড়ির পক্ষে এই গণসংযোগ করা হয়।

এ দিন সকাল ৯টায় কাজলসার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সোনাপুর গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে দিনের প্রচারণা শুরু হয়। বাদ জোহর ডেমারগ্রামে এক বিশাল উঠান বৈঠকে বক্তব্য রাখেন দেওয়াল ঘড়ির প্রার্থী মুফতি আবুল হাসান।

৫নং ওয়ার্ডের পলাশপুরেও একটি উঠান বৈঠকের পর বিকালে কাজলসার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের যশা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মুফতি আবুল হাসান।

এ সময় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জকিগঞ্জ-কানাইঘাটের ভাগ্য বদলের নির্বাচন। আমরা এমন এক জনপদ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা সুরক্ষিত থাকবে।

বাদ আসর গোটারগ্রাম এবং বাদ মাগরিব কামালপুর গ্রামে দুটি পৃথক উঠান বৈঠকেও জনতার ঢল নামে। সন্ধ্যার পর চৌধুরী বাজারে বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়। সর্বশেষ রাত সাড়ে ৭টায় আটগ্রামে এক জনাকীর্ণ উঠান বৈঠক হয়।

প্রতিটি সভায় মুফতি আবুল হাসান নিজে উপস্থিত ছিলেন এবং ১২ ফেব্রুয়ারি সারা দিন দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে একটি দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান।

স্থানীয় সাধারণ ভোটারদের মতে, কাজলসার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দেওয়াল ঘড়ির এই বিশাল গণজোয়ার আসন্ন নির্বাচনে মুফতি আবুল হাসানকে জয়ের পথে অনেকটা এগিয়ে রেখেছে।

Home R3