৩০ জানুয়ারি, ২০২৬

জাতীয়

দাঁড়িপাল্লার জোয়ার দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে: গোলাম পরওয়ার

দাঁড়িপাল্লার জোয়ার দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপির সন্ত্রাসীরা শেরপুরে নিষ্ঠুরভাবে জামায়াতে ইসলামী নেতার ওপর হামলা চালিয়ে হত্যা করেছে। জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচার অভিযানে এ হত্যাকাণ্ডের বিচার বর্তমান সরকারকেই করতে হবে। আর যেন জামায়াতে ইসলামীসহ অন্য কোনো দলের প্রার্থীদের ওপর হামলা না হয় সেটা নিশ্চিত করতে হবে।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর শহরের বড়বাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটপ্রার্থী মো. মহসীনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের শাসনে থাকা বিগত ৩টি দলের প্রধান থেকে শুরু করে কোনো নেতাই বলতে পারবেন না তারা দুর্নীতি, অপশাসন, চাঁদাবাজি ও ভিন্নমতকে দমনপীড়ন এবং কর্তৃত্ববাদী শাসনের দোষ থেকে মুক্ত ছিলেন। তাই মানুষ পরিবর্তন চায়। এ অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৬টি ইসলামী দল, জুলাই যোদ্ধাদের দল এনসিপি এবং এলডিপিসহ ১১ দলীয় জোট ঐক্য করেছে। তাদের মধ্যে কোনো দুর্নীতি বা দলীয়করণের কোনো অভিযোগ নেই এবং তাদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে কুরআনের আইনের ভিত্তিতে রাসুল (সা.)-এর আদর্শের ভিত্তিতে ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করবে। যে সমৃদ্ধ বাংলাদেশে থাকবে না দরিদ্রতা, অনাহারে মানুষের কান্না আর দুঃখ-কষ্ট।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোট সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলে, সুশাসনের এমন একটি সমাজ গঠন করা হবে যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষ সমান ইনসাফপূর্ণ অধিকারের মাধ্যমে সুখ, শান্তি ও সমৃদ্ধভাবে বসবাস করতে পারবেন।

তিনি আরও বলেন, সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় সহিংসতা করছে। নারীরা যখন দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে  মিটিং বা গণসংযোগে যাচ্ছেন তাদের উপর হামলা করা হচ্ছে। শুধু তাই নয় শেরপুরে জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে শহিদ করা হয়েছে। জাতীয় নির্বাচনের প্রচারণায় এই প্রথম জামায়াতে ইসলামীর এক নেতাকে শহীদ করা হয়েছে।

তিনি বলেন, যে ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এ জাতি নতুন বাংলাদেশ পেয়েছে সে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে গণভোটে ভোট ও দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার আমির মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আব্দুল সাত্তার,  ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ, জেলা সেক্রেটারি আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতারা।

এদিকে সমাবেশ ঘিরে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।