সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মাওলানা আবুল হাসান-এর সমর্থনে নির্বাচনী প্রচারণায় এখন নতুন গতি সঞ্চার হয়েছে। গণসংযোগ, উঠান বৈঠক এবং প্রচার মিছিলে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করছে যে, দেওয়াল ঘড়ি প্রতীকের গণজোয়ার এখন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে মুফতি মাওলানা আবুল হাসান তার নিজ গ্রাম কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের উজান বারা পৈত এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। নিজ এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি প্রতিটি ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
জকিগঞ্জের সোনাসার বাজারে আজ এক বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে মুফতি আবুল হাসান প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেওয়াল ঘড়ি প্রতীক বিজয়ী হলে কানাইঘাট-জকিগঞ্জবাসীর ন্যায্য অধিকার ও মুখের হাসি ফিরিয়ে আনতে আমি সর্বশক্তি দিয়ে কাজ করব।
একই দিনে জকিগঞ্জ বাজারেও সাধারণ ব্যবসায়ী ও জনতার অংশগ্রহণে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে এ ছাড়া কানাইঘাট উপজেলার ছড়ার পার গ্রাম মসজিদ এবং কালিজুরি আমর তল বাজার মসজিদে পৃথক দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর শাখা খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি হাবিবুল্লাহ মিসবাহ। এছাড়া বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার বায়তুলমাল সম্পাদক মো. হোসাইন আহমদ, কানাইঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের সেক্রেটারি কামাল উদ্দিন, ছাত্র মজলিস কানাইঘাট পূর্ব শাখার সেক্রেটারি হুমায়ুন রশিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কানাইঘাট পূর্ব শাখার প্রকাশনা সম্পাদক রায়হান আহমদ, জামায়াতে ইসলামী ৯ নং ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ কাউসার আহমেদ, শ্রমিকনেতা তারিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিক, ছাত্র ও সাধারণ জনতার এই ঐক্য সিলেট-৫ আসনে পরিবর্তনের ডাক দিয়েছে। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জনগণ দেওয়াল ঘড়ি প্রতীকের বিজয় নিশ্চিত করবে।
এছাড়া ৩নং ইউনিয়নের সড়কের বাজারে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কানাইঘাট পশ্চিম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কানাইঘাট শাখার যৌথ উদ্যোগে সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।