২৭ জানুয়ারি, ২০২৬

নির্বাচনি প্রচারে বিএনপির সাড়া পাচ্ছেন না জমিয়ত মহাসচিব

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জোটের প্রার্থী জমিয়তের একাংশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর ভোটের প্রচারে অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন জোটের প্রধান শরিক বিএনপির নেতাকর্মীরা। জোটসঙ্গীর সঙ্গে এমন আচরণে স্থানীয় ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

তবে সাধারণ ভোটাররা বলছেন, ভোটের মাঠে জোটপ্রার্থীকে নামিয়ে দিয়ে বিএনপির নেতাকর্মীরা হারিয়ে গেছেন। বিএনপি ও তার একাধিক অঙ্গ সংগঠনের জেলা কমিটি থেকে ভোটের মাঠে এ আসনের দুই উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচনি কাজে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কাগজে-কলমে নির্দেশ থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। এর ফলে চরম খেসারতের মুখোমুখি দাঁড়িয়েছে বিএনপি জোটের সঙ্গী জমিয়ত।

বিএনপির একাধিক সূত্র জানায়, এ আসনে তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে গণসংযোগ চালিয়ে আসছেন। এমনকি তিনিই এ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ছিলেন। তাকে বাদ দিয়ে বিএনপির নির্বাচনি জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামকে এই আসন ছেড়ে দেওয়ায় প্রার্থী হিসাবে বাদ পড়েন তুহিন। তুহিন নির্বাচনে অংশ নেন নীলফামারী-২ (সদর) আসন থেকে। এ আসনে বিএনপির মূলত তুহিনের অনুসারীদের সংখ্যা বেশি থাকায় জোটসঙ্গীকে হ-য-ব-র-ল অবস্থায় ফেলেছে।

এ ব্যাপারে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জানান, সাধারণ মানুষের ব্যাপক সাড়া রয়েছে, যা নিয়ে তিনি বিচলিত নন বলে মনে করেন।

Home R3