আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তরের দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হয়েছে। হিজরি হিসেবে আজ ৭ শাবান ১৪৪৭। এ বছর দেশব্যাপী ২৫৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ সূত্রে জানা গেছে, চলতি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৩ হাজার ৮৮১ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ৮ হাজার ৬১৩ জন।
দাওরায়ে হাদীস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের জন্য আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মাহমুদুল হাসান, কো-চেয়ারম্যান শেখ সাজিদুর রহমান এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দ দেশবাসী মুসলিম ভাই-বোনদের কাছে বিশেষভাবে দোয়ার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে পরীক্ষার্থী, নেগরান, মাদরাসা ও মারকায কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তারা।
গুরুত্বপূর্ণ জাতীয় এই পরীক্ষার আয়োজন সফল করতে রাষ্ট্র, সরকার, সমাজ ও গণমাধ্যমের দায়িত্বশীলদেরও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।