সিলেট-৩ (বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামছেন দলটির আমির মাওলানা মামুনুল হক।
আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় বালাগঞ্জের ডি এন উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাওলানা মামুনুল হক রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে এলাকাবাসীর সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন এবং তাঁর পক্ষে ভোট চাইবেন।
নির্বাচনী এই সভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের অংশগ্রহণ এই সমাবেশকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা আব্দুল মালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালীম, জামায়াতের সিলেট বিভাগীয় অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল হাই হারুন, জামায়াতের সিলেট জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা লোকমান আহমদ, খেলাফত মজলিসের সিলেট জেলা সেক্রেটারি মাওলানা দিলওয়ার হুসাইন, এনসিপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
সিলেট-৩ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা রাজুর সমর্থনে নির্বাচনী এই সভা সফল করতে বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিস ও ঐক্যভুক্ত দলগুলোর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।