২৬ জানুয়ারি, ২০২৬

দেওয়াল ঘড়ির পক্ষে গণসংযোগ, সমন্বয় সভা এবং প্রচার মিছিল অনুষ্ঠিত

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মুফতি মাওলানা আবুল হাসান-এর নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়ন, বাজার এবং পাড়া-মহল্লায় দেওয়াল ঘড়ি প্রতীকের জোয়ার সৃষ্টি হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সারা দিন কানাইঘাট ও জকিগঞ্জের বিভিন্ন স্থানে দেওয়াল ঘড়ির সমর্থনে গণসংযোগ, নির্বাচনী কার্যালয় উদ্বোধন, সমন্বয় সভা এবং প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বারহাল ইউনিয়নের শাহগলী বাসস্ট্যান্ডে হাজারো জনতার উপস্থিতিতে এক দোয়া মাহফিলের মাধ্যমে ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করেন মুফতি আবুল হাসান। পরে সেখানে একটি বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

এছাড়া ১নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের মমতাজগঞ্জ বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন শেষে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।

জকিগঞ্জ পৌরসভা ও সদর ইউনিয়নে দেওয়াল ঘড়ির সমর্থনে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদিন জকিগঞ্জ কেজি গার্লস স্কুল সেন্টারে ১৫০ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি এবং একটি পৃথক শৃঙ্খলা কমিটি গঠন করা হয়।

এর আগে জকিগঞ্জ সদর ইউনিয়নে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন মুফতি আবুল হাসান।

দিঘীরপাড় ইউপির সড়কের বাজার, বিরশ্রী ইউপির মাসুম বাজার এবং জকিগঞ্জ সদর ইউপির ভরণ বাজারেও পৃথক পৃথক সমন্বয় সভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে ১১ দলীয় জোটের সমন্বয় সভা শেষে বাজারে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

এছাড়া কসকনকপুর ও সাতঁবাক ইউনিয়নেও পৃথক যৌথ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। ১নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দেওয়াল ঘড়ির সমর্থনে ব্যাপক গণসংযোগ চালানো হয়।

রাজনৈতিক প্রচারণার পাশাপাশি মুফতি আবুল হাসান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন। সড়কের বাজার মাঝরগ্রাম দারুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসার মাহফিলে তিনি আলোচনা পেশ করেন এবং সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এছাড়া কালীগঞ্জ ও গঙ্গাজল বাজারে নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি বলেন, মানুষ এখন জুলুম ও দুর্নীতির অবসান চায়। দেওয়াল ঘড়ি ইনসাফ কায়েমের প্রতীক।

সারা দিনের নির্বাচনি কার্যক্রমে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Home R3