২৫ জানুয়ারি, ২০২৬

সিলেট-৩: চমক দেখাবেন রিক্সা প্রতীকের মুসলেহ উদ্দীন রাজু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বইছে নির্বাচনী হাওয়া। এবার সাধারণ মানুষের আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। তাকে ঘিরে স্থানীয় ভোটারদের মাঝে আগ্রহ-উদ্দীপনার শেষ নেই।

বরেণ্য হাদিসবিশারদ ও বুজুর্গ মনীষী আল্লামা নুর উদ্দীন শায়খে গহরপুরী রাহ.-এর সন্তান হিসেবে মাওলানা রাজু সবার প্রিয়পাত্র। এছাড়া তরুণসমাজের আইডল হিসেবেও তার আলাদা অবস্থান ও মর্যাদা রয়েছে। রাজনীতি ও নির্বাচনী মাঠে নতুন হলেও ছাত্ররাজনীতিতে একসময় তুখোড় ছাত্রনেতা ছিলেন। ফলে নির্বাচনী মাঠে নেমেই অল্প কয়েকদিনে তিনি বেশ সাড়া ফেলেছেন, সাধারণ ভোটারদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, জোটভুক্ত অন্যান্য প্রার্থীর সহযোগিতা এবং মাওলানা রাজুর ব্যক্তিত্ব, জনপ্রিয়তা এবং ব্যতিক্রমী প্রচারণা কৌশল এই আসনে বড় ধরনের নির্বাচনী চমকের আভাস দিচ্ছে।

আরও পড়ুন- শুরুতেই ভোটের প্রচারে দৃষ্টি কাড়ছেন ১০ দলের প্রার্থী রাজু

সিলেট-৩ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রিক্সা প্রতীকের সমর্থনে তরুণ ও শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের হাট-বাজারগুলোতে রিক্সা প্রতীকের পোস্টার ও লিফলেট এখন মানুষের হাতে হাতে।

 

স্থানীয়রা বলছেন, প্রথাগত রাজনীতির বাইরে মাওলানা রাজু সাধারণ মানুষের সুখ-দুঃখের ভাগীদার হতে চান। নির্বাচনপরবর্তী এলাকা নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনাও ভোটারদের আকৃষ্ট করছে।

কেন আলোচনায় রিক্সা প্রতীক

নির্বাচনী বিশ্লেষকদের মতে, সিলেট-৩ আসনে অতীতে বড় দলগুলোর আধিপত্য থাকলেও এবার ভোটাররা নতুন মুখ খুঁজছেন। মাওলানা মুসলেহ উদ্দীন রাজু দুর্নীতিমুক্ত সমাজ গঠন, শিক্ষার মানোন্নয়ন এবং অবহেলিত জনপদগুলোর উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।

রিক্সা প্রতীকের পক্ষে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের কাছে তিনি সহজেই আপন হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিগত প্রচারণায় মাওলান রাজু তরুণদের কর্মসংস্থানের বিষয়ে গুরুত্ব দেওয়ায় নতুন ভোটারদের একটি বড় অংশ তার দিকে ঝুঁকেছে।

চমকের অপেক্ষায় ভোটাররা

দক্ষিণ সুরমার রেঙ্গা মাদরাসা বাজারের একজন ব্যবসায়ী বলেন, আমরা অনেক বড় বড় নেতা দেখেছি। এবার ঘরের ছেলেকে ভোট দিতে চাই। মুসলেহ উদ্দীন রাজু আমাদেরই সন্তান, গহরপুরীর সন্তান, তাই এবার আমরা রিক্সা প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদে পাঠাতে চাই।

অন্যদিকে, বালাগঞ্জের বোয়ালজুড় এলাকার মজলিশপুরের কে এম লুতফুর রহমান নামে একজন তরুণ ভোটার জানান, সিলেট-৩ আসনে এবার নীরব ভোট বিপ্লব হতে পারে। রিক্সা প্রতীক নিয়ে রাজু ভাই যে সাড়া ফেলেছেন, তাতে ইনশাআল্লাহ তিনিই বিজয়ী হবেন।

আরও পড়ুন-সিলেটের ৬ আসনে লড়াইয়ে ৯ আলেম : নজরে দাঁড়িপাল্লা ও দেওয়াল ঘড়ি

রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে এই প্রতিবেদকে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস নিয়েই তিনি বলেন, আমি কোনো ক্ষমতার লোভে নয়, বরং মানুষের সেবক হতে নির্বাচনে দাঁড়িয়েছি। রিক্সা প্রতীক শ্রমজীবী মানুষের প্রতীক, মেহনতি মানুষের প্রতীক। ইনশাআল্লাহ, সিলেট-৩ আসনের মানুষ এবার ব্যালটের মাধ্যমে একটি বড় পরিবর্তন দেখাবে এবং রিক্সা প্রতীক বিজয়ী হবে।

Home R3