ইমামদের কল্যাণে ১০০ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, চলতি মাসের ২৮ তারিখ এ প্রকল্পের প্রস্তাব জমা দেওয়া হবে।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র–এ ধর্ম মন্ত্রণালয় আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. খালিদ হোসেন বলেন, দেশকে বদলাতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদে বিসমিল্লাহ নেই—এমন মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এসব বিভ্রান্তি উপেক্ষা করে আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, গোলাপি ব্যালটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। গুম, খুন ও নৈরাজ্যের যুগে ফিরে যেতে না চাইলে ‘হ্যাঁ’ ভোট জরুরি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত ক্ষমতার কারণে দেশে ফেরাউনের শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার মধ্যে আসবে এবং দুর্নীতি কমবে বলেও মন্তব্য করেন তিনি।