বাংলাদেশের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির ওপর অসন্তুষ্ট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নাকভির সাম্প্রতিক মন্তব্য ভালোভাবে নেয়নি আইসিসি।
সংবাদমাধ্যমটি আইসিসির একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, পাকিস্তান যদি বাংলাদেশের মতো পথ অনুসরণ করে এবং টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
একটি সূত্র জানিয়েছে, ‘পাকিস্তান যদি টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে আইসিসি একাধিক নিষেধাজ্ঞা দেবে। এর মধ্যে থাকবে কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না পাওয়া, পিএসএলে বিদেশি খেলোয়াড়দের জন্য এনওসি না দেওয়া এবং এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগ হারানো।’
এর আগে মহসিন নাকভি আইসিসির ‘দ্বৈত নীতি’র কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সেই সিদ্ধান্ত হবে সরকারের সর্বোচ্চ পর্যায়ে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিদেশ সফর থেকে ফেরার পর বিষয়টি চূড়ান্ত হবে।
সাংবাদিকদের নাকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। একটি দেশ যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে, আর অন্য দেশের ক্ষেত্রে ঠিক উল্টো। বাংলাদেশ একটি বড় স্টেকহোল্ডার। এই অন্যায় হওয়া উচিত নয়।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড এরই মধ্যে আইসিসিকে একটি হাইব্রিড মডেল বিবেচনার অনুরোধ জানিয়েছে। এই মডেল অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ কলম্বোতে খেলছে। একই সুবিধা বাংলাদেশের জন্যও চাওয়া হয়েছে।
নাকভি আরও বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানের মতোই পূর্ণ সদস্য দেশ। পাকিস্তান ও ভারত যদি এই সুবিধা পেয়ে থাকে, তাহলে বাংলাদেশও তা পাওয়ার অধিকার রাখে। কোনো দেশ অন্য দেশের ওপর শর্ত চাপিয়ে দিতে পারে না।’
আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।