আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই সরগরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জ-০৫ (শহর-বন্দর) আসন।
আজ বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর দেওয়াল ঘড়ি প্রতীক পাওয়ার খবরে রাজপথে নেমে আসেন ছাত্র-জনতা ও সাধারণ ভোটাররা। তাৎক্ষণিক এক বিশাল মিছিলও অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ-০৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুনকে ঘিরে সমর্থকদের এই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ করা গেছে।
মিছিলে অংশগ্রহণকারীরা প্রার্থীর নির্বাচনী প্রতীক ‘দেওয়াল ঘড়ি’ সম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
উৎফুল্ল জনতার মাঝে দাঁড়িয়ে এবিএম সিরাজুল মামুন বলেন, ‘দেওয়াল ঘড়ি পরিবর্তনের প্রতীক। ইনসাফ ভিত্তিক সমাজ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে ছাত্র-জনতার এই সমর্থন আমাকে আরও উৎসাহিত করেছে।’
তিনি সকলকে শান্তি ও শৃঙ্খলার সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান।
বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আয়োজিত এই শোডাউনে সাধারণ মানুষের ব্যাপক সাড়া দেখা গেছে। প্রতীক পাওয়ার পর থেকে এই আসনে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে।