আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের চূড়ান্ত ভোটের লড়াই শুরু হচ্ছে আজ।
আজ ২১ জানুয়ারি, বুধবার প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চূড়ান্ত হবে প্রার্থীদের নির্বাচনী প্রতীক, আর এর পরপরই আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের ধাপগুলো পেরিয়ে এই আসনে এখন চারজন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় টিকে রয়েছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনে শুরুতে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে বাছাই প্রক্রিয়ায় ত্রুটি থাকায় জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন খালেদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। অন্যদিকে, দলীয় ও জোটগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন খান শেষ মুহূর্তে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
ফলে বর্তমানে এই আসনের ভোটের মাঠে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসান, বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) মামুনুর রশীদ (চাকসু মামুন)।
আজ প্রতীক বরাদ্দ পাওয়ার পর আগামীকাল থেকে প্রার্থীরা পুরোদমে প্রচারণার কাজ শুরু করবেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত প্রার্থীরা তাঁদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে পারবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই নির্ধারিত হবে জকিগঞ্জ-কানাইঘাটবাসীর আগামীর সংসদীয় প্রতিনিধি।