কেন্দ্রীয় সিদ্ধান্তে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলার নায়েবে আমীর হাফিজ আনোয়ার হোসেন খান।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম বরাবর এই প্রত্যাহারপত্র জমা দেন পাঠানটুলা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার।
এই আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান ১০ দলীয় জোটের হয়ে দেওয়াল ঘড়ি প্রতীকে নির্বাচন করবেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, সিলেট-৫ আসনে বিএনপি জোটের হয়ে খেজুর গাছ প্রতীকে নির্বাজন করবেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক। এছাড়া বিএনপির বিদ্রোহী হিসেবে মাঠে রয়েছেন মামুনুর রশীদ ওরফে চাকসু মামুন।