ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে জামায়াতের নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্যরা এবং আসন সমঝোতার দায়িত্বে থাকা নেতারা৷সংশ্লিষ্টরা বলছেন, বৈঠক শেষে আসতে পারে দলীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পরে ১০ দলের লিঁয়াজো কমিটির বৈঠকেরও কথা রয়েছে।
এদিকে একটি সূত্র বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেষ্ঠ্য নেতৃবৃন্দের সঙ্গেও আজ বৈঠকে বসতে পারে ১০ দলের নেতারা৷ মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পর্যন্ত চেষ্টা করা হবে দলটিকে ১১ দলীয় জোটে রাখার। শেষ পর্যন্ত সফল না হলে ফাঁকা রাখা ৪৭ আসনে পরবর্তী সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবে ১০ দল।