সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনার খবর নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি জানিয়েছেন, সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি আশ্বাস পেয়েছেন যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং সম্ভাব্য ফাঁসি কার্যকর করা হবে না।
বুধবার (১৪ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, ‘ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনাই নেই।’
বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হবে কি না- এমন প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে বলেন, ‘ফাঁসির প্রশ্নই ওঠে না।’
ট্রাম্প এর আগে সাংবাদিকদের জানান, তিনি এমন তথ্য পেয়েছেন যে, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং যেসব মৃত্যুদণ্ডের পরিকল্পনা ছিল, সেগুলোও স্থগিত করা হয়েছে।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে আসলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কায় কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। ট্রাম্প জানান, তিনি ‘অপর পক্ষের খুব গুরুত্বপূর্ণ সূত্রের’ সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতির গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করবেন। তবে তিনি সম্ভাব্য সামরিক পদক্ষেপ পুরোপুরি নাকচ করেননি।
তিনি বলেন, ‘আমরা দেখব পরিস্থিতি কোন দিকে যায়।’
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র একটি ‘খুব ইতিবাচক বার্তা’ পেয়েছে।
ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিবেদক মাইক হান্না জানান, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো ইরানের প্রতি তার অবস্থানে কিছুটা নরমভাবের ইঙ্গিত দিচ্ছে।
তিনি বলেন, ‘তিনি (ট্রাম্প) এখনো বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছেন এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কাছ থেকে ব্রিফিং পেয়েছেন। তবে তার সাম্প্রতিক বক্তব্যে মনে হচ্ছে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হতে পারে এবং তিনি তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের দিক থেকে সরে আসছেন।’