বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-কোয়াব।
গতকাল তিনি ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেছিলেন। এরপরই এই দাবি উঠেছে। সিডব্লিউএবির সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট করে জানিয়েছেন, ঢাকা পর্ব শুরুর আগে পদত্যাগ না হলে সব ধরনের ক্রিকেট বন্ধ করা হবে।
তবে এখনো এম নাজমুল ইসলাম পদত্যাগ করেননি। এর প্রভাব পড়েছে বিপিএলে। ঢাকা পর্বের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামেননি নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা।
নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে মাঠে আসার কথা। কিন্তু ক্রিকেটাররা তখনও হোটেলেই ছিলেন। এর ফলে বিপিএলের প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এদিকে ছয় দলের ক্রিকেটাররা ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জড়ো হচ্ছেন। সেখানে তারা বিপিএলে খেলবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। পুরো পরিস্থিতি নিয়ে ক্রিকেট অঙ্গনে উত্তেজনা বাড়ছে।