৮ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযান আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন জাহাজে করে নিউইয়র্কে নেওয়া হচ্ছে।

 

স্থানীয় সময় শনিবার সকালে ফক্স নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাদুরো দম্পতিকে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস আইও জিমায় (একটি সামরিক যুদ্ধজাহাজ) তোলা হয়েছে। তিনি জানান, হেলিকপ্টারে করে তাদের জাহাজে নেওয়া হয়। ট্রাম্প অভিযোগ করেন, মাদুরো অনেক মানুষের হত্যার সঙ্গে জড়িত। যদিও এসব অভিযোগের আইনি নিষ্পত্তি এখনো হয়নি।

 

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘোষণার পর ভেনেজুয়েলার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, নিকোলা মাদুরোই এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট। সিএনএনের খবরে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রেসিডেন্টই রাষ্ট্রপ্রধান। তার ভাষায়, একজন প্রেসিডেন্টকে জোর করে তুলে নেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

 

এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ভেনেজুয়েলার ভূখণ্ডে বোমা হামলা এবং প্রেসিডেন্টকে আটক করে যুক্তরাষ্ট্র ‘অগ্রহণযোগ্য সীমা’ অতিক্রম করেছে। লুলার মতে, এতে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল শান্তির এলাকা হিসেবে থাকার ভবিষ্যৎ হুমকিতে পড়েছে। তিনি জাতিসংঘকে এ বিষয়ে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান।

আইনি দিক থেকেও প্রশ্ন উঠেছে। নটিংহ্যাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষক মার্ক চ্যাডউইক বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলার কোনো বৈধ আইনি ভিত্তি দেখা যাচ্ছে না। তিনি জানান, জাতিসংঘ সনদ অনুযায়ী আত্মরক্ষা বা নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া কোনো দেশের ওপর বলপ্রয়োগ করা যায় না। এই দুটি শর্তই এখানে প্রযোজ্য নয়।