সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজুসহ ৬ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা এবং মাইনুল বাকেরের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি জানান, বিএনপি প্রার্থীর দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত কাগজপত্র অধিকতর যাচাই-বাছাই শেষে আগামীকাল রোববার (৪ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অন্যান্য যাদের বৈধ ঘোষণা করা হয়েছে- ১. জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী নুরুল হুদা জুনেদ, খেলাফত মজলিসের প্রার্থী দিলওয়ার হোসাইন,জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রেদওয়ানুল হক চৌধুরী ও জামায়াতের প্রার্থী লোকমান আহমদ।
মাওলানা রাজু বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর একমাত্র ছেলে। জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি এবং কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ ও সমন্বিত অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী সদস্য। তাকে গত ৬ ডিসেম্বর প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক।
জামায়াতে ইসলামীসহ ১১টি দল নিয়ে নির্বাচনি যে সমঝোতা হচ্ছে, সেখানে সিলেট-৩ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিস পাবে বলে প্রবল সম্ভাবনা রয়েছে। সে হিসেবে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু এই আসনে জোটের একক প্রার্থী হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

